
নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির সভাপতি নির্বাচিত হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব রাব্বী মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন।
ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাবাসীর সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি-ঢাকার বিশেষ বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলফেঁসা প্লাজায় সমিতির স্থায়ী কার্যালয়ে সমিতির বিশেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমিতির বিদায়ী সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।