ভবের হাটের নীলা খেলা
ভবের হাটের লীলা খেলা
কেউতো হায়রে বুঝলো না
এই পৃথিবী ছাড়তে হবে
সেই কথা তোর নাই জানা (২)
জোয়ানকালে ভাব দেখাইলি
বুড়া হইলে কি করিবি ॥
সোনার অঙ্গ হবে মাটি ॥
একবারও তুই ভাবলি না (2)
ঘুষের টাকায় করলি বাড়ি
বানাইলি তোর পেটের ভুড়ি ॥
সুখের কথা ভেবে রে তুই ॥
আপন পর তুই চিনলি না (২)