শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালুকায় পচা মাংস বিক্রি, শাস্তির দাবি এলাকাবাসীর

আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় জীবিত গরু দেখিয়ে অস্বাস্থ্যকর পচা মাংস বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে মাংস বিক্রেতা বাদলের বিরুদ্ধে।

বাদল মিয়া (৪৪) উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের হাজিরবাজার এলাকার বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাদল কসাই কাঠালী এলাকার বিভিন্ন ফ্যাক্টরির কর্মীদের বেতনের আগ মুহূর্তে গরু জবাই করে মাংস বিক্রি করে থাকেন।

প্রতিবারের ন্যায় গত মঙ্গলবার জনসম্মুখে গরু জবাই করে মাংস বিক্রির কথা থাকলেও প্রতারণার মাধ্যমে টিএনটি মোড়ে এনে জবাই করে লোকজনের কাছে মাংস বিক্রি করেন তিনি।

বিক্রিত মাংস রক্তবিহীন সাদা বর্ণের প্রলেপসহ পচা ও দুর্গন্ধযুক্ত ছিল বলে এলাকাবাসী অভিযোগ তুলেন। এতে করে অধিকাংশ ক্রেতারা ওই মাংস ফেরত পাঠান। এছাড়াও এ মাংস খেয়ে অনেকেই গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা রয়েছে।

বাদল মিয়া দীর্ঘদিন যাবত এভাবেই জনসাধারণকে বোকা বানিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা কামিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

এ ব্যাপারে অভিযুক্ত বাদল মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেন।

ইতিপূর্বেও তার বিরুদ্ধে এরকম প্রতারণার গুঞ্জন রয়েছে বলে এলাকাবাসী জানান।

এ প্রতারক ব্যবসায়ীর শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ