
মো. মেহেদী হাসান: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিংড়ায় বিভিন্ন সংগঠনকে জাগ্রত রাখতে বউ উপহার দিয়েছেন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
গত ১৪ ফেব্রুয়ারী পাওয়ার রেঞ্জার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান শিহাবের উপস্থিতিতে গল্প,উপন্যাস ও রচনা সমগ্র বিষয়ক বিভিন্ন বই উপহার দেওয়া হয়।
শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদান,রক্ত দান ও জোগাড় করা,সাতার শেখানো,লাইব্রেরী থেকে বিনামুল্যে বই পড়ার সুযোগ,স্কুলে বিনামূল্যে চিকিৎসা সহায়ক উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদী মোহাম্মদ তামিম।
বিভিন্ন সামাজিক কাজের ধারা অব্যাহত রাখার পাশাপাশি এবার ২১শে ফেব্রুয়ারিতে ভাষা দিবস উপলক্ষে বই উপহারের মাধ্যমে দিনটি উদযাপন করেন সংগঠনটি।