মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাসমান চা বিক্রেতাদের মাঝে ফ্লাক্স উপহার দিলো প্রয়াস

অলিউল্লাহ খান,স্টাফ রিপোর্টার: সামাজিক সংগঠন প্রয়াসের উদ্দ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে সমাজের কম ভাগ্যবান ভাসমান চা-বিক্রেতাদের মাঝে ফ্ল্যাক্স প্রদান অনুষ্ঠান নগরের সানমার মার্কেট প্রাঙ্গনে প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।

প্রয়াস সভাপতি মো: কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সহ-সভাপতি লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক প্রকৌশলী মোমিনুল হক, প্রয়াসের সিনিয়র উপদেষ্টা লায়ন সন্তোষ কুমার নন্দী এম জে এফ, ছালামত জাহান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোঃ মোহছেন আলী মহসিন, বাংলাদেশের সেরা রাধুনী সাবিনা ইকরাম সিরাজী, চট্টগ্রাম ওমেন্স চেম্বারের পরিচালক নুর আকতার জাহান, আয়োজন কমিটির চেয়ারম্যান বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, সেন্ট্রাল সিটি হাসপাতালের এমডি ডা: মো: রেজাউল ইসলাম, রিহ্যাব রিজিওনাল কমিটির সদস্য সারিস্থ বিন্তে নুর, সংগঠনের সহ-সভাপতি সুভাষ সরকার, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ ইসমাইল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহির আসেফ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সম্পাদক সোহরাবুল আলম সৌরভ, আপ্যায়ন সম্পাদক খোরশেদ আলম, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য আবু শাহাদাত মোঃ সায়েম, মোঃ সাকিবুর রহমান, রুবায়েত রশীদ, ওয়াজিহা রুহানা চৌধুরী, হাসান ইহলান চৌধুরী, ইসরাত জেরিন, বন্ধন সরকার, অফিস সচিব মোসলেম উদ্দিন এবং সহ-অফিস সচিব মোঃ সাইফুল।

অনুষ্ঠানে প্রয়াসের উপদেষ্টা মনজারে খোরশেদ আলম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান এবং প্রকৌশলী মোমিনুল হক ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সাংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি প্রয়াসের এই মানবিক কার্যক্রম সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ