মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো : আগামী ১ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে সোমবার গাইবান্ধার প্রিট ও ইলকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিনব্যাপি এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা: কানিজ সাবিহার সভাপতিত্বে ওরিয়েনটেশন জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: আসাদুল হক, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল হালিম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন সহ জেলার প্রিন্ট ও ইলকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হবে। ইপিআই কেন্দ্রের পাশাপাশি প্রত্যকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের উচ্চচ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলার সাত উপজলা ও ৪টি পৌরসভার ২ হাজার ৩৩টি কেন্দ্রে ৩ লাখ ৪৬ হাজার ৯৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৫০৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ লাখ ৫৯৫ জন।