রবিবার, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মইজ্জ‍্যারটেকে টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি

মিজানুর রহমান:  কর্ণফুলী উপজেলার মইজ্জ‍্যারটেকে টিনের চাল কেটে একরাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।সূত্রে জানা যায় -চোরের দল দোকানগুলো থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে

চুরি হওয়া দোকানগুলো হলো, মেসার্স তানজিন সেনেটার, মেসার্স আল মদিনা হার্ডওয়ার্ড এবং মেসার্স ভাই ভাই টেলিফোন সেন্টার।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে চোরের দল টিনের চাল কেটে দোকানগুলোতে প্রবেশ করে। নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শিকলবাহা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে জনবহুল ও মানুষের আনাগোনাময় এলাকায় দোকান চুরি ঘটনায় অন‍্যান‍্য দোকানীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ