রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন গাজীপুরের সাংবাদিক কামাল হোসেন

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: সার্ক কালচারাল কাউন্সিল কর্তৃক মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য দৈনিক আলোকিত প্রতিদিনের গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কামাল হোসেনকে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪’ ও সনদপত্র প্রদান করা হয়েছে।

সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ওই অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।

এসময় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তারা তারা বলেন, দেশের সংকটে যখন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের সাহসী ভূমিকা রাখে তখন প্রকৃত মানুষ মানবিকতার চিত্র ফুটে উঠে। তারা জানান যে মানবতায় উদাহরণ রেখে গেছেন মহিয়সী মাদার তেরেসা। তাকে স্মরণ করে সমাজের প্রতিটি মানুষকে মানবিক মানুষ হওয়ার চেষ্টা অবিচল রাখা খুব জরুরি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা, সমাজসেবক/জনপ্রতিনিধি। এর আগে শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ