বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাদারীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘শহিদী মার্চ’ কর্মসূচি পালন

রকিবুজ্জামান,মাদারীপুর: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়াতে শহীদদের স্মরণে মাদারীপুরের কালকিনিতে শহিদী মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। কালকিনির বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহিদী মার্চ কর্মসূচি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় ছাত্র-জনতাকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে, নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত-নিহতদের তালিকা তৈরির আহ্বান জানান শিক্ষার্থীরা।পাশাপাশি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান শহীদি মার্চে অংশগ্রহনকারী ছাত্র জনতা।

উপজেলা হতে সকল দুর্নীতি,চাঁদাবাজি ও অনিয়ম দূর করতে সকল ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। ভবিষ্যতে যে কোন বৈষম্যমূলক কর্মকান্ড ছাত্র জনতা এক হয়ে প্রতিহত করবে বলেও ঘোষণা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন নাহিদ,নাজিম,তন্ময় সহ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া কালকিনি উপজেলার বিভিন্ন ছাত্র-জনতা।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ ৫ সেপ্টেম্বর এক মাস পূর্ণ হলো। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ দেশব্যাপী ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ