
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসচাপায় বিসমিল্লাহ খাতুন (৬৪) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার তিতাস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিসমিল্লাহ খাতুন উপজেলার শাজাহানপুর ইউনিয়নের গেটঘর সাহাপুর লোহার গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার খেলু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিসমিল্লাহ খাতুন কাউকে দেখতে মাধবপুরে আসেন। পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা–সিলেট মহাসড়ক পার হওয়ার সময় তিতাস হাসপাতালের সামনে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। একই সঙ্গে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা–সিলেট মহাসড়কের ওই অংশে যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।











