বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মানব কল্যাণকামী অনাথালয় পরিদর্শনে জেলা প্রশাসক বনানী বিশ্বাস

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান ‘নয়নযোগী আশ্রম’। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের নাথপাড়া গ্রামে নিত্যানন্দ গোস্বামী (নয়নযোগী) কর্তৃক প্রতিষ্ঠিত এ আশ্রম পরিচালনা করে আসছে নানা মানবিক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম ‘মানব কল্যাণকামী অনাথালয়’।

এই অনাথালয়ে আশ্রয় পেয়েছে শতাধিক অসহায়, এতিম শিশু। তাদের ভরণপোষণ, শিক্ষা ও জীবনযাপনের যাবতীয় ব্যয় বহন করছে আশ্রম কর্তৃপক্ষ। এখানেই আশ্রিত আছেন কয়েকজন বৃদ্ধ মানুষও।

এই মানবিক উদ্যোগ ও সমাজসেবার খবর পেয়ে শুক্রবার সকালে নয়নযোগী আশ্রম পরিদর্শনে যান নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তিনি জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং মানব কল্যাণকামী অনাথালয়ের শিশুদের সঙ্গে সময় কাটান।

জেলা প্রশাসকের আগমনে অনাথালয়ে বসবাসরত শিশু ও আশ্রম কর্তৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জেলা প্রশাসক আশ্রম চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। তার সম্মানে শিক্ষার্থীরা পরিবেশন করে সম্মিলিত সংগীত।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস তাঁর বক্তব্যে অনাথালয়ের সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আশ্রম পরিচালনায় সরকারি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীমা ইয়াসমিন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজুয়ান কবির, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোক্তাদির হোসেন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা ও কাকৈগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক বিজন কান্তি ধরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ