সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাভাবিপ্রবি নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নাসিফ-হৈমন্তী

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন “ নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মাভাবিপ্রবি ”-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার নেত্রকোনা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি মাহমুদা আক্তার এবং সাধারণ সম্পাদক ইফতেখার আলম

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপিএস বিভাগের শিক্ষার্থী নাসিফ আমের এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হৈমন্তী সরকার।

নবনির্বাচিত সভাপতি নাসিফ আমের বলেন, ” আমরা সবাই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলেও আমাদের হৃদয় একত্রিত নেত্রকোনার মাটি ও মানুষের টানে। আমাদের এই সংগঠন কেবল একটি ছাত্রসংগঠন নয়—এটি একে অপরের পাশে দাঁড়ানোর, সহমর্মিতার, ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। আমার লক্ষ্য থাকবে— সদস্যদের অধিকার, সমস্যা ও প্রয়োজনীয়তাগুলো সামনে আনা এবং সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালানো। শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, পারস্পরিক সহযোগিতা ও বন্ধনকে দৃঢ়তর করা। সংগঠনকে দলীয় নয়, যৌথ নেতৃত্ব ও সেবার জায়গা হিসেবে গড়ে তোলা।”

সাধারণ সম্পাদক হৈমন্তী সরকার বলেন, “আমাদের নেত্রকোনা এসোসিয়েশন এর নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই,আমাদের মুল উদ্দেশ্য থাকবে নেত্রকোনা এর ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু রায়হান (পদার্থ ), দূর্জয় সাহা (পরিসংখ্যান ), মিথিলা ফারজানা জেমি(বিএমবি), যুগ্ম সাধারণ আব্দুল্লাহ আল মাসুদ (সিএসই ), নামজুল হক পিয়াস (টেক্সটাইল ) তন্ময় আজিম (ফার্মেসী ),শ্রাবণী সরকার রাত্রি (টেক্সটাইল ), জাহিদ হাসান রিয়াদ (সিএসই) সাংগঠনিক সম্পাদক শেখ ইসহাক (টেক্সটাইল ইন্জিনিয়ারিং), দপ্তর সম্পাদক এমএস আলম শ্রাবণ (রসায়ন ), কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম (টেক্সটাইল ), প্রচার সম্পাদক হৃদয় হোসেন (টেক্সটাইল ), খেলাধুলা বিষয়ক সম্পাদক আবু রায়হান (সিপিএস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারাবি প্রমি (সিএসই), নারী বিষয়ক সম্পাদক মাসুমা তারিফা (ম্যাথ),সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারাবি প্রমি (সিপিএস)।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আনোয়ার ইসলাম , সুমিত রায়, রোমান মিয়া, আবুল বাশার, আবু হানিফ ।

বিভিন্ন বর্ষ ও বিভাগ থেকে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ কমিটি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ।

পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন মাহমুদা আক্তার এবং সাধারণ সম্পাদক ছিলেন ইফতেখার আলম। তাঁদের নেতৃত্বে সংগঠনটি যে ধারাবাহিকতা ও সাফল্য অর্জন করেছে, নতুন কমিটিও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ