
সমাপ্তী খান, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি)অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘রেবিস ভ্যাকসিন ক্যাম্প ২০২৫’।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণীদের কল্যাণে আয়োজিত এ ক্যাম্পটি যৌথভাবে পরিচালনা করে এনিমেল ওয়েলফেয়ার ও রেসকিউ সোসাইটি এবং মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব। ক্যাম্পের মিডিয়া পার্টনার হিসেবে ছিল মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি।
এতে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের প্রোভোস্ট অধ্যাপক ডা. ইশতিয়াক আহমেদ তালুকদারসহ মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব ও ফটোগ্রাফিক সোসাইটির সদস্যবৃন্দ।
এনিমেল ওয়েলফেয়ার ও রেসকিউ সোসাইটির সভাপতি মইনউদ্দীন রিয়াদ বলেন, আমাদের লক্ষ্য হলো ক্যাম্পাসের প্রতিটি প্রাণীর জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই দিকেই আরও এক ধাপ এগিয়ে গেলাম।
মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, আমরা বিশ্বাস করি, ক্যারিয়ার উন্নয়ন শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবিকতার প্রসারও তার অংশ। প্রাণের প্রতি দায়িত্ববোধই আমাদের ক্যাম্পাস সংস্কৃতিকে আরও সুন্দর করে তুলবে।
মিডিয়া পার্টনার ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শাহরিয়ার জামান বলেন, আমরা এই উদ্যোগের প্রতিটি মুহূর্তকে ছবিতে ধরে রাখতে চেয়েছি, যেন ভবিষ্যতে এটি মানবিকতার এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকে।
দিনব্যাপী এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২৫টিরও বেশি কুকুর ও বিড়ালকে বিনামূল্যে রেবিস প্রতিরোধক টিকা প্রদান করা হয়।
ক্যাম্প শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের প্রাণী কল্যাণমূলক কার্যক্রম আরও নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।