বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী থেকে যাত্রা শুরু

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে তারা।

মঙ্গলবারের কর্মসূচি তুলে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেছেন, ‘আজ ৩১শে ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে “মার্চ ফর ইউনিটি” কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন, তার ধারাবাহিকতা বজায় রেখে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।’

এ কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধিগণ৷

সোমবার দিবাগত রাতে রাজশাহী থেকে যাত্রা শুরু করেন তারা৷ জমায়েত সফল করতে ৯টি বাস নিয়ে ঢাকার উদ্যেশ্যে যাত্রা শুরু করেন৷ এসময় নাহিদুল ইসলাম সাজুর প্রখর শ্লোগান দিতে থাকেন। যার মধ্যে দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। দিল্লি না রাজশাহী? রাজশাহী রাজশাহী অন্যতম।

সে সময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা, উপজেলা শাখার প্রতিনিধিগণ।

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তত দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েত করার পরিকল্পনা গ্রহণের কথা জানান। এতে নিরাপত্তা ঘিরে থাকবে অন্তত ৫০০ পুলিশ সদস্য।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ