
চট্টগ্রাম প্রতিনিধি: ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের বিশেষ অংশ হিসেবে চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্যসেন’র ৮৯তম ফাঁসি দিবস উপলক্ষে স্মরণ সভার আয়োজন করেছে মাস্টারদা সূর্যসেন স্মৃতি রক্ষা কমিটি।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় স্থানীয় জে.এম সেন হল প্রাঙ্গনে মাস্টারদা সূর্যসেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মরণানুষ্ঠানে পূর্বাহ্নে রহমতগঞ্জস্থ বিবেকানন্দ সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন এবং মাস্টারদা’র আবক্ষ মূর্তিতে মাস্টারদা সূর্যসেন স্মৃতি রক্ষা কমিটি’সহ দি চিটাগাং এসোসিয়েশন, মাস্টারদা সূর্যসেন ট্রাস্ট গৈড়লা, মাস্টারদা সূর্যসেন ফাউন্ডেশন, আদিবাসী ফোরাম, প্রীতিলতা ট্রাস্ট, তারকেশ্বর দস্তিদার স্মৃতি সংসদ, গণসংহতি আন্দোলন, বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশের সাম্যবাদী দল, বাসদ (মার্সকবাদী), সাহিত্য পাঠচক্র, গণসংহতি চট্টগ্রাম জেলা, এইচপিএফ, মহসিন কলেজ ছাত্রলীগ, বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা, অগ্নিবীণা পাঠাগার, স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন পুষ্পিত শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
মাস্টারদা’ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি, কবি ও প্রাবন্ধিক আবুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ, ঢাকা এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
এড. প্রদীপ কুমার চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রনজিত কুমার দে, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তাপস হোড়, কমিউনিস্ট পার্টি’র অশোক সাহা, ইঞ্জিনিয়ার প্রদীপ দত্ত, প্রদীপ দাশ, মাহফুজুল হক শাহ্, বাসদের আলকাদেরী জয়, অধ্যক্ষ শিমুল বড়–য়া। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, সাংবাদিক সুমি খান, এড. রেবা বড়ুয়া, নারায়ন চৌধুরী, সুভাষ চৌধুরী, দিপংকর চৌধুরী কাজল, সুভাষ দাশ, সাজেদুল হাসান, শরৎজ্যোতি চাকমা, সুপ্রিয় তঞ্চ্ঙ্গা, সজল দাশ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, আসিফ ইকবাল, ঝুলন দাশ, আশীষ বিশ্বাস, অপু বিশ্বাস প্রমুখ।
বক্তারা অবিভক্ত পরাধীন ভারতবর্ষের মুক্তি সংগ্রামে সশস্ত্র সংগ্রামের অকুতোভয় যোদ্ধা মাস্টারদা’ সূর্যসেন এবং তাঁর সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই অনুপ্রেরণায় স্বাধীন বাংলাদেশের জনগণকে ১৯৭২ সালের সংবিধানের মূল নীতির পূর্ণ বাস্তবায়ন ও মাস্টারদা’ স্মৃতি সংরক্ষণার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সমূহের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।