মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় প্রতারণার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুর ১ টার দিকে উপজেলার মোকামতলা হাসানের চাতাল এলাকায় অবস্থিত ঐ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) তাসনিমুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করে তাসনিমুজ্জামান বলেন, আমরা কারখানা অভিযান পরিচালনার সময় দেখতে পাই দুইটা বাচ্চা খোলা অবস্থায় কীটনাশক প্যাকিং করছে। এছাড়া অনেক খালি প্যাকেট দেখা যায়, যার গায়ে আগে থেকেই উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে। প্রোডাক্ট ছাড়া খালি প্যাকেটের গায়ে আগে থেকেই উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীণের তারিখ বসানো এক ধরণের প্রতারণা । এ প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।