বুধবার, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গাড়ির ভেতরে দুই লাশ: সিসি ক্যামেরা দেখে ধারণা গাড়ির বিষাক্ত গ্যাস থেকে মৃত্যু

যায়যায়কাল প্রতেবেদক: রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে একটি প্রাইভেট কার থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় তিনটি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার প্রায় ৩২ ঘণ্টার ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিশ।

ফুটেজে এই সময়ের মধ্যে পার্কিংয়ে থাকা ওই গাড়ির কাছে বাইরে থেকে কাউকে যেতে দেখা যায়নি। আবার গাড়ি থেকেও কাউকে বের হতে দেখা যায়নি বলে মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

গত সোমবার দুপুরে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে জাকির (২৪) ও মিজান (৩৮) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে রমনা থানা-পুলিশ। দুজনেরই শরীরের বিভিন্ন অংশ ফুলে গিয়েছিল। তাঁদের হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।

পরদিন মঙ্গলবার এ ঘটনায় গাড়ির চালক জাকিরের বাবা আবু তাহের বাদী হয়ে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। রমনা-থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

প্রাইভেট কারটির মালিক জোবায়ের আল মাহমুদের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।

তিনি জানান, তিন মাস ধরে জাকির তার গাড়িটি চালাচ্ছিলেন। গত শনিবার এই গাড়িতে করে জোবায়ের তার স্ত্রীর বড় ভাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ঢাকায় যান। এ সময় গাড়িতে জাকিরের সঙ্গে তার বন্ধু মিজানও ওঠেন। মিজান তার প্রতিবেশী এক শিশুকে হাসপাতালটি থেকে নিয়ে আসতে গিয়েছিলেন। রোববার ভোরে বিমানবন্দর থেকে তারা গাড়ি নিয়ে হাসপাতালটিতে পৌঁছান। এরপর মিজান তাকে মালিবাগ থেকে নোয়াখালীর একটি বাসে তুলে দেন।

বিদায় দেওয়ার সময় জাকির বলেছিলেন, বেলা ১১টার দিকে রোগীকে ছাড়পত্র দেবে, ততক্ষণ তারা দুজন গাড়িতেই ঘুমাবেন। কিন্তু বেলা পৌনে ১১টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত তিনি জাকিরকে বেশ কয়েকবার ফোন দিয়েও পাননি। সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, পার্কিংয়ে থাকা দুটি এবং হাসপাতালের সামনের অংশে থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। তারপর আর বের হয়নি। এই সময়ের মধ্যে ওই গাড়ির কাছে বাইরে থেকে কাউকে যেতেও দেখা যায়নি। পরে লাশ উদ্ধারের সময় পরীক্ষা–নিরীক্ষায় দেখা যায় অনেক সময় ধরে চালু থাকার কারণে গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল। এমনকি ব্যাটারির চার্জও শেষ হয়ে গিয়েছিল।

ধারণা করা হচ্ছে, গাড়িটি থেকে প্রচুর পরিমাণ গ্যাস বের হয়ে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। আবার দীর্ঘ সময় এসি চালু থাকায় সেখান থেকেও অতিমাত্রায় কার্বন মনোঅক্সাইড গ্যাস বের হয়ে থাকতে পারে। এই গ্যাস শ্বাসপ্রশ্বাসের সঙ্গে তাদের শরীরে প্রবেশ করে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আর দীর্ঘ সময় ধরে গাড়ির মধ্যে বদ্ধ অবস্থায় থাকার কারণে গরমে এক দিনেই তাদের শরীর অস্বাভাবিক ফুলে যায়। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে তারা ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।

কর্মকর্তারা আরও বলছেন, গাড়ির মধ্যে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড তৈরি হলে অজান্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর সেখানে তো জাকির ও মিজান ঘুমন্ত অবস্থায় ছিল। এ রকম ঘটনা দেশে সেগুনবাগিচা, গাজীপুরসহ কয়েকটি জায়গায় আগেও ঘটেছে। আবার ভারতেও এ ধরনের কয়েকটি কেস স্টাডি তাঁরা পেয়েছেন। ফলে সবকিছু মাথায় রেখেই তদন্ত চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় হত্যা বা অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গাড়ির গ্যাস বের হয়ে সেটি বিষাক্ত মনোঅক্সাইড তৈরি হয়েছিল। সেটি থেকেই তাঁদের মৃত্যু হয়েছে। এটি প্রাথমিক ধারণা। ময়নাতদন্ত ও ভিসেরা (ফরেনসিক) রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

২০২১ সালের ৩১ আগস্ট ঢাকার সেগুনবাগিচা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে রাকিব ও সিয়াম নামে দুই মোটর ওয়ার্কশপ কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। গভীর রাত পর্যন্ত গাড়িতে রং করার কাজ করার পরে রাতে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েন তারা। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা ছিল। পরদিন সকালে গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায়, গাড়ির মধ্যে সৃষ্ট বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

পরের বছর ২০২২ সালের ১৮ আগস্ট ভোরে গাজীপুর নগরের খাইলকুর এলাকায় প্রাইভেট কার থেকে শিক্ষক দম্পতি এ কে এম জিয়াউর রহমান (৫১) ও মাহমুদা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়। প্রথম দিকে এ ঘটনায় কোনো সূত্র খুঁজে না পেলেও আড়াই মাস পরে পুলিশ জানায়, গাড়ির এসির বিষাক্ত গ্যাসের কারণে ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাঁরা ওই দম্পতির গাড়ির ভেতরে একটি বিড়াল রেখে পরীক্ষা করে দেখেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ