সোমবার, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে গণঅভ্যুত্থান স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ

মো: আলমগীর হো‌সেন: মৌলভীবাজার: গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে পরিবেশ সচেতনতা এবং সবুজ বাংলাদেশের প্রত্যয়ে মৌলভীবাজার জেলা কৃষকদল ও “আমরা বিএনপি পরিবার-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামীম আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জনাব ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব ফয়জুল করিম ময়ুন বলেন,গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের মতো পরিবেশ রক্ষাও আমাদের নৈতিক দায়িত্ব। আজকের বৃক্ষরোপণ হোক সবুজ বিপ্লবের সূচনা।

বিশেষ অতিথি জনাব আব্দুর রহিম রিপন বলেন, বিএনপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের মানুষের আস্থার জায়গা। কৃষক, শ্রমিক ও যুবসমাজকে সঙ্গে নিয়ে আমরা পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।

সভাপতির বক্তব্যে মো. শামীম আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের পাশাপাশি আমরা একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *