মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যাত্রীর মিথ্যা অভিযোগে ৪ বুকিং সহকারীর বদলির আদেশ বাতিল চায় রেলওয়ে পোষ্য সোসাইটি

যায়যায়কাল প্রতিবেদক : রেলওয়ে কর্মচারী নির্যাতনকারী যাত্রীদের বিচার দাবি এবং যাত্রীর ৪ লক্ষ টাকার অনৈতিক দাবি পূরণ না করায় ঢাকা স্টেশনের চার জন বুকিং সহকারীকে অন্যায়ভাবে বদলির প্রতিবাদে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মল্লিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি পেশ করেন।

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর মো. আতিক নামে এক যাত্রীর সঙ্গে ঢাকা স্টেশনের ১৬ নম্বর টিকিট কাউন্টারে দায়িত্বরত বুকিং সহকারীর সঙ্গে বচসা হয়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আতিক নামে ওই যাত্রী। বিশৃঙ্খলা এড়াতে আরএনবি তাকে সরিয়ে দেয়। আতিকের বাড়ি নরসিংদীর বেলাবো থানায়। তিনি ঢাকার ডিসি বরাবার মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত একটি অভিযোগ করেন। এবং স্টেশন ম্যানেজারের মাধ্যমে চার লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

অভিযোগকারীর অন্যায় দাবি পূরণ করতে না পারায় ৮ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পার্সোনেল অফিসার মো. খায়রুল করিম স্বাক্ষরিত এক আদেশে ঢাকা স্টেশনের চারজন বুকিং সহকারী- ইদ্রিস আলী, নুরুন্নাহার, মো. আতিকুর রহমান, আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির অভিযোগ, এ ধরনের বদলি যাত্রী কর্তৃক রেলওয়ে কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ করতে এবং কর্মচারীদের নির্যাতনকে উৎসাহিত করবে। ঠুনকো অভিযোগে বুকিং সহকারীদের বদলির আদেশকে তাদের প্রতি অন্যায় বলে মনে করছেন সংগঠনটি।

রেলওয়ে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পরিবারের সদস্যরা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে গত ৩ অক্টোবর খুলনা থেকে ঢাকাগামী ৭৬৩ চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ৫টা ৩০ মিনিটে জয়দেবপুর স্টেশনে পৌঁছালে বিনা টিকিটের যাত্রীরা এসি বগিতে উঠতে চাইলে দায়িত্বরত এটেনডেন্ট দীপক মন্ডল বাধা দেয়। যাত্রীরা তাকে কিল, ঘুষি এবং লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী ৭০৭ তিস্তা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত ময়মনসিংহ এর টিটিই বিজয় মিত্র বিনা টিকিটের যাত্রীদের দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রেলওয়ে কতৃর্পক্ষ কর্মচারীদের নির্যাতনকারী যাত্রীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই।

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির দাবি, অথচ একজন যাত্রীর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে ঢাকা স্টেশনের চারজন বুকিং সহকারীকে বদলি করা হয়েছে।

অন্যায়ভাবে বদলির আদেশ প্রত্যাহার এবং রেলওয়ে কর্মচারী নির্যাতনকারী যাত্রীবেশী দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার জোর দাবি জানায় সংগঠনটি। অবিলম্বে তাদের দাবি পূরণ করা না হলে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ