বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

যৌতুকের দাবিতে অন্তঃসত্বা গৃহবধূকে মারধর, আদালতে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া থানার খালসি গ্রামের কয়েকজনের বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা যৌতুকের দাবিতে এক নারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই নারী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আদালতপুর (দুর্গাপুর) গ্রামের পিংকি খাতুন (৪৭)।

ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ১০ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর থানায় মামলা করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগী। ফলে তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

ভুক্তভোগী পিংকি খাতুন তার এফিডেভিটে উল্লেখ করেন, গত ৩ এপ্রিল ২০২৫, সকাল অনুমান ১০টার দিকে অভিযুক্তরা হাবিবুর রহমান (৪৭), রেজা (৪৫), আবিরন (৬৫) এবং মোঃ আক্কাজ আলী (৭০) তাকে যৌতুকের পাঁচ লক্ষ টাকা দাবি করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করেন।

সংবাদ পেয়ে পিংকি খাতুনের মা আবিরোন ও মামা গিয়ে তাকে উদ্ধার করে। এসময় মেয়ের মা ও মামাকে জোরপুর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে পিংকি খাতুনকে তাদের সাথে পাঠিয়ে দেয়। পরে হাসপাতালে চিকিৎসা নেয়। ৮ মাসের অন্তঃ সত্বা পিংকি খাতুন জানান, হাসপাতালে চিকিৎসা শেষে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে ২৮ এপ্রিল থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণে অনীহা প্রকাশ করে। এরপর তিনি সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত-০৮-এ মামলা দায়ের করেন। যার স্মারক নং ১০১৩।

পিংকি খাতুন জানান, আমি একমাত্র মেয়ে হওয়ায় বিয়ের পর আমার মা অতি কষ্টে আমার সংসারে সুখের জন্য ৪ ভরি গহনা, টিভি, ফ্রিজ, ফ্যান, আলমারী, সোকেস, ডেসিং টেবিল, ওয়ার্ড ড্রপ, চেয়ার-টেবিলসহ প্রায় ২ লক্ষ টাকার আসবাবপত্র এবং একটি ডিসকভার মোটর সাইকেল কিনে দেন। আমার স্বামী বিভিন্ন সময়ে আমার গহনাগুলো জোরপূর্বক ছিনিয়ে নেয়। এছাড়া আমার ব্যাংকের এপস্ ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা উত্তোলন করে নেয় এই প্রতারক হাবিবুর রহমান। আমি ঢাকায় একটি মোবাইল কোম্পানীতে চাকুরি করাকালীন তাকে মোট দুটি স্মার্ট মোবাইল কিনে দিই।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ৮ মাসের অন্তঃসত্বা পিংকি খাতুন ন্যায় বিচার পেতে প্রশাসনসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছে। বিষয়টি সুষ্ঠ তদন্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধত্বন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারটি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *