মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): ‎শীতের তীব্রতা থেকে গরীব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল বাজারে বিভিন্ন ওয়ার্ডের ৩৫০জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে মোঃ রহিম মিয়া বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা ফিল্ড সুপার ভাইজার মোঃ মন্তেজার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আরও উপস্থিত ছিলেন মোঃ নুরনবি মন্ডল, সাধারণ সম্পাদক রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা।

‎এসময় অতিথিরা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ