মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে পুলিশের আত্মহত্যা

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাড়ে ৩টার দিকে হেলেনাবাদ সরকারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পুলিশ সদস্যের নাম মো. আমিনুল ইসলাম (৩৯)। তিনি নওগাঁর মান্দা উপজেলার জোঁকাহাট শিবনগর এলাকার মৃত আজিম উদ্দিন প্রামানিকের ছেলে। আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এএসআই হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার বিপি নম্বর ৮৫০৬১২৩৭১৫।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হেলানাবাদ এলাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করতেন আমিনুল। ভোর সাড়ে ৩টার দিকে সরকারি এম্বুলেন্সযোগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ৫০মিনিটে সময় তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পূর্বের কোনো নোট পাওয়া যায়নি। লাশ পুলিশ লাইনে রাখা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ