রাজশাহী ব্যুরো: বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এটি এ দিবসের ৮ম বারের উদযাপন।
বুধবার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী জেলা প্রশাসনের প্রাঙ্গণে জেলা প্রশাসকের নেতৃত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে গ্রন্থাগারপ্রেমী ও শিক্ষানুরাগী ব্যক্তিরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, রাজশাহী সরকারি কলেজের লাইব্রেরিয়ান মো. আব্দুল্লাহ আল বশির, রাজশাহী সরকারি সিটি কলেজের লাইব্রেরিয়ান ওয়াহেদুজ্জামান সাগর এবং বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি মো. নুরুন নবী প্রভাত মৃধা।
সভায় বক্তারা ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রন্থাগারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি শিশু ও তরুণদের বইপাঠে আগ্রহী করে তোলার ওপর জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের বই পড়তে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন, বইপাঠ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ২৫ জন বিজয়ীকে বই ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া, তিনটি বেসরকারি পাঠাগারকে সম্মাননা স্মারক, দুটি পাঠাগারকে শুভেচ্ছা উপহার এবং পাঁচজন পেশাজীবীকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
বাংলাদেশ বেতার, জেলা তথ্য অফিস ও ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে দিবসটি ব্যাপক প্রচার করা হয়। এছাড়া, গণগ্রন্থাগার অধিদপ্তর জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে এবং একটি বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, যিনি বইপড়ার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে সমাজকে সমৃদ্ধ করার আহ্বান জানান।