মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাত পোহালেই বারহাট্টা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: দীর্ঘ ১৯ বছর পর নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৪ অক্টোবর ২০২২ রোজ সোমবার অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে বারহাট্টা উপজেলার প্রতিটি রাস্তাঘাট সেজেছে নতুন সাজে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

সকল জল্পনা কল্পনা গ্রুপিং-লবিং পিছনে ফেলে সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হবে। দুটি পদের জন্য প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিগত কমিটির সিনিয়র ও বর্ষীয়ান অনেক নেতাসহ নতুন অনেক মুখ। এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন-প্রবীণ মিলিয়ে ডজন খানেক নেতা-কর্মী পদপ্রার্থী।

সর্বশেষ ২০০৩ সালে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আজিজুর রহমান খান সভাপতি ও কাজী আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন

মেয়াদ উত্তির্ণ হয়ে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ দুই কমিটির পরিচয় নিয়ে চলছে এখন পর্যন্ত। দলের নেতাকর্মীর মাঝে সৃষ্টি হয় গ্রুপিংয়ের।

দলীয় সূত্র জানায়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সোমবার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উক্ত সম্মেলনের সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ও সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসিম কুমার উকিল,কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি,কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

সভাপতি প্রার্থী মাইনুল হক কাসেম বলেন ,সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে চলছি। আর এই পথে আমার সবচেয়ে বেশি প্রয়োজন দল ও জনগণের সহযোগিতা। দলের শক্তিকেই জনগণের স্বার্থে কাজে লাগাতে চাই আমি। ব্যক্তিগত বৈষয়িক লালসার ঊর্ধ্বে শুধুমাত্র দলের ভালবাসা নিয়ে সবসময়ই চেষ্টা করি। আমি সবসময়ই দলের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকতে চাই।

উপজেলা আওয়ামীলীগের একটি বিশেষ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৪ অক্টোবর ২০২২ ইং রোজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মাধ্যমে দল আরও সংগঠিত ও সুদৃঢ় হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে দলের দুঃসময় থেকে শুরু করে এখনও তারা সাধারণ কর্মী হিসাবে নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদী ত্যাগী নেতাদের দলীয় হাইকমান্ড মূল্যায়ন করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ