বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রামগঞ্জে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, ব্যবস্থা নিতে ওসিকে চিঠি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত এক চিঠিতে এ নির্দেশ দেন।

রাত ৯ টার দিকে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিটি প্রতিবেদকের হাতে এসেছে। চিঠি থেকে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে রামগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে এমপি আনোয়ার খানের বিষয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং আচরণ বিধি লঙ্ঘন করে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষপাতিত্ব করার একটি লিখিত অভিযোগ দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত (আনারস)। এ অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ আরও ৪ টি দপ্তরে পাঠানো হয়েছে।

ইমতিয়াজ আরাফাত বলেন, এমপি আনোয়ার খান আচরণ বিধি ভঙ্গ করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর (মোটরসাইকেল) পক্ষে ভোট করছেন। গত শুক্রবার বিকেল ৫টার দিকে আমাকে সমর্থন দেওয়া এক সাবেক ইউপি চেয়ারম্যানকে নোয়াগাঁও বাজার থেকে গাড়িতে তুলে নেন এমপি। পরে তাকে গাড়িতে করে উপজেলা শহরের খান টাওয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দেওয়ান বাচ্চুর পক্ষে কাজ করার জন্য বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হয়। পরে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন। এ ঘটনায় রোববার দুপুরে আমি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছি।

এর আগেও ১৬ মে রাতে অভিযোগের ভিত্তিতে এমপি আনোয়ার খানকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন। আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে পরদিন রামগঞ্জ উপজেলা শহরে এমপি আনোয়ার খানের বক্তব্য নিতে গেলে তিনি অপারগতা প্রকাশ করেন। কোন ভাবেই তিনি বক্তব্য দিতে রাজি হননি।

রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ দিয়েছেন। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রিটার্নিং অফিসারের চিঠি এখনো আমি হাতে পাইনি। চিঠি পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ