
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের জামতৈল গ্রামের বাসিন্দা মো. কুরবান আলী (৬০)। তাঁকে জীবিকা নির্বাহের জন্য প্রচেষ্টা সবার জন্য নামক একটি সামাজিক ও মানবিক সংগঠন উপহার দিয়েছেন দোকানের নানা পণ্য সামগ্রী।
এর আগে উপজেলার জামতৈল বাজারে একটি টেবিল সম্বলিত মালামাল শুন্য দোকানে সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমরা ছিন্ন মুল মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ একটি পোষ্ট করেন।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বিকাল ৪টার দিকে প্রচেষ্ঠা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাহবাজ খান সানি হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ওই বৃদ্ধের দোকানের মালামাল তুলে দেন।
দোকানের মালামাল পেয়ে আবেগে আপ্লুত হয়ে মো. কুরবান আলী বলেন, ‘আমি খোলা আকাশের নিচে একটি টেবিল বসিয়ে সামান্য মালামাল নিয়ে বসে থাকতাম। প্রচেষ্ঠা সবার জন্য মানবিক সংগঠন দোকানের মালামাল উপহার দিয়ে আমাকে নতুন ভাবে জীবিকা নির্বাহের পথ তৈরী করে দিয়েছেন, এতে আমার পরিবার ভালভাবে চলবে, আমি তাঁদের আজীবন মনে রাখবো।’
আমরা ছিন্ন মুল মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ জানান, আমাদের সংগঠন অবহেলিত মানুষের পাশে রয়েছে, আমরা জানতে পারি একটি টেবিল বসিয়ে সামান্য খাদ্য সামগ্রী বিক্রি করে সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছিল বৃদ্ধ কুরবান আলী । তা দেখে আমরা তাঁর দোকানে মালামাল তু্লে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম । আমাদের স্বপ্নকে আজ বাস্তবায়ন করেছে প্রচেষ্টা সবার জন্য মানবকি সংগঠন। তাদেরকেধন্যবাদ জানাই। সেই সাথে আমরা এই বাজারে আগত সকলকে অনুরোধ করছি আপনারা তাঁর নিকট থেকে পণ্য ক্রয় করুন এবং ভাল কাজে ভালো কাজে পাশে দাড়াঁন।