
খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা: নরসিংদীর রায়পুরা উপজেলার প্রভাতী মডেল একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১মার্চ) দিন ব্যাপি অত্র বিদ্যালয় মাঠে সুন্দর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, মশাল দৌড়, কুচকাওয়াজ ও ছেলে-মেয়েদের বিভিন্ন খেলা-ধুলা সহ বিভিন্ন ইভেন্ট তুলে ধরেন শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হাবিব উল্লাহ হাবিবকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মো. সাদেকুর রহমান।
এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন আসাদুল হক উত্তর বাখরনগর ইউপি সদস্য, প্রধান আলোচক সুলতান উদ্দিন সরকার সম্মানিত উপদেষ্টা সদস্য রায়পুরা উপজেলা আ.লীগ, আলোচক খলিল উল্লাহ ভূইয়া, প্রধান উপদেষ্টা সহকারী, আব্দুল বাছেদ মোল্লা সাব-রেজিষ্টার নরসিংদী,
উপদেষ্টা ৭নং ওয়ার্ড অলিপুরা ইউপি মহর আলী মুন্না, সভাপতি শতদল স্পোর্টিং ক্লাব খন্দকার শাহ নেওয়াজ, সমাজ সেবক আবুল সরকার, সংরক্ষিত মহিলা মেম্বার ময়না বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান, উত্তর বাখরনগর ইউপি. মো. হাবিব উল্লাহ কোমলমতি শিক্ষর্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা, শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং বিদ্যালয়ের মান ও অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রভাতী মডেল একাডেমির পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ মো. সাদেকুর রহমান, আহসান উল্লাহ, মো. ফারুক মিয়া, খলিল উল্লাহ ভূইয়া, ডাঃ মো. দ্বীন ইসলাম, মো. কাউছার আহম্মেদ, মো. হিমেল মিয়া, রুবেল সরকার, মো. ফাহিম মিয়া, মো. রাজিব মিয়া, হুমায়ুন কবির, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।