
মো. হাসান ভূইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধুর (৭১) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার বহড়া ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র।
বৃহস্পতিবার সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে মরহুমের নিজ বাড়ির আঙিনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম ও সঙ্গীও ফোর্স জাতির এই সূর্য সন্তানকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান করেন।
জানাজার নামাজের প্রাক্কালে ইউএনও বলেন, যে সংখ্যক মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়েছেন তাতে বুঝাই যায় নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। এরপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু যুদ্ধকালীন সময়ে তিন নম্বর সেক্টরে যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মাধবপুরের সাবেক ইউএনও এ কে এম ফয়সাল, বহড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ও সাবেক চেয়ারম্যান আপন মিয়াসহ আরও অনেকে।