
লক্ষ্মীপুর প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি ডাকা অবরোধের দ্বিতীয় দিন বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপির নৈরাজ্য ঠেকাতে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে লক্ষ্মীপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ।
বুধবার (১ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে-মোড়ে অবস্থান নেয়।কোনোভাবেই যেনো জামায়াত-বিএনপি রাজপথে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এজন্য তারা সর্তক অবস্থানে রয়েছে।
তাদের দাবি শেখ হাসিনার রাজপথ রাখিব নিরাপদ। অবৈধ হরতাল মানি না, মানবো না। যারা বলে হরতাল তাদের মাথায় গোবর ডাল। এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে উপশহরের অলিগলি।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন আজাদ, মো. মুরাদ হোসেন, শাহাদাৎ হোসেন শিপন, যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুব, সৈয়দ নূরুল আজিম বাবর, বেলায়েত হোসেন বাচ্চুসহ প্রমুখ।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জামায়াত-বিএনপির অবৈধ হরতাল এ দেশের জনগণ প্রত্যাখান করছে। তারা হরতালের নামে লক্ষ্মীপুরে নৈরাজ্য সৃষ্টি করলে, আমরা তাদের প্রতিহত করতে প্রস্তুত। শেখ হাসিনার রাজপথ আমরা নিরাপদ রাখবো। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও মানুষের জানমালের নিরাপত্তা দিতে সর্বদায় রাজপথে আছি।