বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে বিক্ষোভের চেষ্টা, দুই পক্ষের হট্টগোল

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে ছাত্রদের পক্ষে কিছু আইনজীবী বিক্ষোভের চেষ্টা করলে আওয়ামী লীগের আইনজীবীরা বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে উত্তোজনা ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ দু’পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এছাড়া শহরের বাগবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করে। সেখানেও পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এসময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকেও শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা করতে দেখা যায়। ফলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। এদিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।


সারাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে ছাত্রজনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, মামলা, গুম, খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, আদালত চত্বরে কোন বহিরাগতরা যেন বিক্ষোভে অংশ নিতে না পারে, সেদিকে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এছাড়া কিছুসময় আইনজীবীদের মধ্যে উত্তোজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া শহরের বাগবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করে পুলিশ তাদের সরিয়ে দেয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ