মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসাম প্রেস ক্লাব পরিদর্শনে সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর

মো. জিল্লুর রহমান, লাকসাম: লাকসাম প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবিচ সচিব ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ড. এ কে এম জাহাঙ্গীর।

সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে প্রেস ক্লাব পরির্দশন করে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে মতবিনিময় সভায় ড. এ কে এম জাহাঙ্গীর বলেন, স্বাধীনতার পর ১৯৭৩ থেকে লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনটি যেভাবে আছে সেভাবেই ঠিক আছে। দুই উপজেলার সাধারণ ভোটারদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আসন পুনর্বহাল রাখার লক্ষ্যে আমি ২ আগস্ট চিফ ইলেকশন কমিশনার বরাবরে জমা আবেদন জমা দিয়েছি। আসন পুনির্বন্যাস নিয়ে কোন ষড়যন্ত্র আমরা প্রত্যাশা করি না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে বিএনপি’র প্রার্থী ঘোষণা দিয়ে তিনি বলেন, নির্বাচনে সততা, ন্যায়পরয়নতা এবং কর্মীবান্ধব প্রাথী জরুরি। এ লক্ষ্যে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দানের জন্য বিএনপি স্থায়ী কমিটি এবং এক্টিং চেয়ারপারসনের দৃষ্টি আকর্ষণ করছি। দল যাকে মনোনয়ন দেন তিনি তার পক্ষে কাজ করবেন বলে জানান।

লাকসাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলমের উপস্থাপনায় ও সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ’র স্বাগত বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম। এসময় লাকসাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ