
মোঃ জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য অর্জন করেছে লাকসাম সিতোরিউ কারাতে ক্লাব।
প্রতিযোগিতায় ক্লাবের খেলোয়াড়রা ২টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক অর্জন করে এলাকায় গৌরব নিয়ে এসেছে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয় শতাধিক খেলোয়াড়। তাদের মধ্যে লাকসামের খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্স উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
লাকসাম সিতোরিউ কারাতে ক্লাবের প্রশিক্ষক জানিয়েছেন, “আমাদের শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য পেয়েছে। ভবিষ্যতে আরও বড় মঞ্চে লাকসামের নাম উজ্জ্বল করতে তারা প্রস্তুত।”
এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রেরণা হিসেবে কাজ করবে।
স্থানীয় ক্রীড়াবিদ ও অভিভাবকরাও খেলোয়াড়দের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও তরুণ প্রজন্মকে কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা হবে।