রবিবার, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লাকসামে ‘যে দামে কেনা সে দামে বেচা’ কার্যক্রম শুরু

Oplus_131072

মো. জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় ‘যে দামে কেনা সে দামে বেচা’ কর্মসূচি চালু করেছে স্টুডেন্ট কমিউনিটি লাকসাম।

লাকসাম উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত শুক্রবার থেকে লাকসামের পশ্চিমগাঁও সামনির পোলের মাথায় ও বাইপাসস্থ হাউজিং এস্টেট জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই কর্মসূচি চালু রয়েছে। সকাল ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকে।

প্রতিদিন শত শত নারী-পুরুষ আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে শাক-সবজিসহ প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন।

সরজমিন গিয়ে দেখা যায়, টমেটো ১৪০, করলা ৬০, লাউ ৩০, বেগুন ৫০/৩০, মুলা ৩০, শিম ১৪০, পটল ৪০, শসা ৩৫, কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এই কর্মসূচির উদ্যোক্তা লাকসাম সুরক্ষা সিটির চেয়ারম্যান আসাদুজ্জামান ভু্ট্টু জানান, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে যাওয়ায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রতিদিন শত শত মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পেরে মহা খুশি। যতদিন শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার দাম নিয়ন্ত্রণে না আসবে ততো দিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ