সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লোহাগড়া বাজারে সরকারি সড়কে তিনতলা ভবন

আসমা আক্তার সাথী, লোহাগড়া: নড়াইলের লোহাগড়া পৌর শহরের প্রাণকেন্দ্র ফয়েজ মোড়। এখান থেকে পূর্ব দিকে যাওয়ার পথে চোখে পড়বে এক চাঞ্চল্যকর দৃশ্য—সরকারি সড়কের বুকে দাঁড়িয়ে গেছে একটি তিনতলা ভবন।

অভিযোগ উঠেছে, এ ভবনটি নির্মাণ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার সরদার গোলাম মোস্তফা।

অভিযোগকারীরা বলছেন, সরকারি নকশা অনুযায়ী ওই সড়কের প্রস্থ ২৯ ফুট হলেও ভবনটি ৫-৬ ফুট রাস্তার ভেতরে ঢুকে নির্মিত হয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষের চলাচলে তৈরি হচ্ছে চরম ভোগান্তি। শুধু যানজটই নয়, জরুরি পরিস্থিতি বা অগ্নিকাণ্ডের সময় বড় ধরনের বিপদের আশঙ্কাও রয়েছে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীরাও অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বাজারের ব্যস্ততম এ সড়ক দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ একটি গুরুতর অপরাধ, যা দ্রুত প্রতিকার না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দেবে।

অভিযুক্ত মালিকের ছেলে কৌশিক আহমেদ অবশ্য ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য, পাঁচ বছর আগে পৌরসভার সার্ভেয়ার এসে মেপে জায়গা বুঝিয়ে দিয়েছিল। আমরা সেই অনুযায়ী ভবন নির্মাণ করছি।

এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি বিস্ময় প্রকাশ করে বলেন, “আমরা এ বিষয়ে কিছুই জানতাম না। পৌর কর্তৃপক্ষ জানেন কিনা, তাও নিশ্চিত নই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

লোহাগড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশ্ন এখন একটাই—সরকারি সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা এ তিনতলা ভবন কি উচ্ছেদ হবে, নাকি দখলদারির দাপটে লোহাগড়া বাজারের প্রাণকেন্দ্র ধুঁকে ধুঁকে অচল হয়ে পড়বে?

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *