
মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজার জেলার শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’কে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেডসহ গ্রেফতার করেছে র্যাব-১৫।
গতকাল রাতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাশের একটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়, র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
পরবর্তীতে গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয় ওয়ান শুটার গান, এলজি, একনলা বন্দুক, ১০টি মাইন, গ্রেনেড, ডেটোনেটর, ৫০ রাউন্ড তাজা গুলি, খালি কার্তুজ ও ৭৬৯ গ্রাম আইস।
শফির বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তিনি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি ভয়ঙ্কর ডাকাত দলের নেতা হিসেবে পরিচিত।
র্যাব জানায়, শফিকে গ্রেফতার একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং অভিযান ছিল।লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, পিএসসি, অধিনায়ক র্যাব-১৫ জানান, আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।











