শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা: চন্দন কুমার, উপজেলা কেন্দ্রীয় মসজিদের প্রেস ইমাম, রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক প্রবির কুমার নাগসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়নুল হক, উপজেলা জামায়াতে ইসলামের আমির আবুল কালাম বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দিয়ে উৎসব স্বয়ংসম্পূর্ন করাই লক্ষ্য। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে।

বিশেষ নিরাপত্তার স্বার্থে উপজেলার সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। সেইসাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের।

শেষে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ