বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজাদপুরে শিল্পকলা একাডেমির জায়গা দখল

আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত (প্রস্তাবিত) নির্ধারিত জায়গা বাউন্ডারি দিয়ে দখলের চেষ্টা করছেন স্থানীয় বাদশা খান নামের একজন ব্যবসায়ী।

জানা যায়, শাহজাদপুর সরকারি কলেজের পূর্ব পাশে দ্বারিয়াপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত (১০৭২২ নম্বর দাগ) ২৩ শতক সরকারি সম্পত্তি উপজেলা শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ দেয়া হয়। প্রায় দেড় বছর আগে তৎকালীন সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সেই স্থানে উপজেলা শিল্পকলার নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন।

কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর সাময়িক প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হলে স্থানীয় হেছাম আলীর ছেলে বাদশা খান রাতের আঁধারে সেই সাইনবোর্ড সরিয়ে ফেলে সম্পূর্ণ জায়গাটি বাউন্ডারি করে ফেলেন।

উপজেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত জানান, উপজেলা প্রশাসন মাপ জরিপ করে আমাদের জন্য এই জায়গাটি বরাদ্দের প্রস্তাব দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু কে বা কারা সেটি গায়েব করে ফেলেছেন তা আমরা জানি না।

এ বিষয়ে দখলদার বাদশা খানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে সটকে পড়েন। এক পর্যায়ে তিনি উক্ত জায়গা তার নিজস্ব সম্পত্তি দাবি করে বলতে থাকেন, আমি এ জায়গা ভরাট করবো পারলে ঠেকায়েন।

বাদশা খার ভাতিজা মামুনুর হোসেনও একই দাবি করে বলেন, এটা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জায়গাটি উপজেলা শিল্পকলা একাডেমিকে বরাদ্দের প্রস্তাবনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি সরকারের খাস খতিয়ানভুক্ত জায়গা। কেউ দখল করতে চাইলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ