অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার: কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাগান বাড়ি এলাকায় চান্দিনা মহিলা কলেজের এক শিক্ষককে তার ফ্ল্যাট থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে তার পরিবার জানিয়েছে।
শনিবার রাতে এনায়েত উল্লাহ ভূঁইয়া নামে ওই শিক্ষককে আটক করে কুমিল্লা নিয়ে যায় পুলিশ।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, এনায়েত উল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট নেই। তিনি
একজন ভদ্রলোক, ন্যায়নিষ্ঠ, সৎ, পরোপকারী মানুষ। তিনি আমাদের জন্য আস্থার জায়গা। বিনা ওয়ারেন্টে উনাকে গ্রেফতার করা হয়েছে।
কলেজের ছাত্রী ও শিক্ষকরা এই গ্রেফতারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এনায়েত উল্লাহ ভূঁইয়া একজন আদর্শবান ব্যক্তি। কখনও কারো কোনো ক্ষতি করেছেন বলে আমার জানা নেই। তাই আমি উনার গ্রেফতারের তীব্র নিন্দাও অবিলম্বে উনার মুক্তি চাই।
কলেজ সূত্রে জানা যায়, তাকে হাতকড়া লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আইসিটি বিভাগ এর শিক্ষক। এছাড়া এনায়েত উল্লাহ ভূঁইয়া কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর সম্মানিত সভাপতি।
কোন মামলায় তাকে আটক করা হয়েছে এমন প্রশ্নের কোনো উত্তর দেননি চান্দিনা থানা পুলিশ। তবে চান্দিনা থানার এসআই জিয়া বলেন, ওসি স্যারের নির্দেশেই তাকে আটক করা হয়েছে। এর বেশি তিনি কিছুই জানেন না।
কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে কোনো হয়রানিমূলক মামলায় যেন তাকে গ্রেফতার দেখানো না হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।