
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মোকামতলা চৌরাস্তার সোনাতলা রোডে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার ইউসুবপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে আহসান হাবিব (৪২), একই জেলার সদর থানার সিদাই গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে আলমগীর হোসেন(৩৪) ও শাহজামালের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলায় অভিযান চালিয়ে ওই তিনজনকে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কাজ চলমান।