বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিতে এগিয়ে যেতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা আ’লীগের সাধারন সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন কোমলমতি শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও এগিয়ে যেতে হবে।

জেলা শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনার ঐতিহ্যবাহী আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্সদের প্রতিষ্ঠাতা সদস্য জেলা আ’লীগের সভাপতি মতিয়র রহমান খান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল ওয়াহেদ, বিদ্যালয়ের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক লিটন পন্ডিত প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *