বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে গ্রামবাসীর গনপিটুনিতে ‘গরু চোর’ নিহত

আব্দুল মোমিন, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে ‘গরু চোর’ সন্দেহে গ্রামবাসীর গনপিটুনিতে আছির প্রামানিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপটি আগুনে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী।


বুধবার ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছির উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউল রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন।


স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভুট্টাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছিল। গত ৩ দিন আগে শালফা গ্রামে পল্লী চিকিৎসক মকবুলের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়েছে। তার দুই দিন আগে ঐ গ্রামে চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ কারণে গ্রামবাসী রাতজেগে পাহারা দিচ্ছিল।


মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিণপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে ধান ক্ষেতের মধ্য দিয়ে পাশে এমকেবি ইটভাটার পার্শে¦ রাস্তায় নিয়ে যায়। সেখানে চোরদের রাখা পিকআপে গরু তুলতে গেলে এলাকাবাসী দেখে ফেলে। গ্রামবাসীর মধ্যে গরু চুরির খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী চোরকে ধাওয়া করে। চুরি করতে আসা ৪ জন চোরের মধ্যে ৩ জন পালিয়ে যায়। এবং পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে আটক করে গনপিটুনি দিলে তিনি মারা যান।


স্থানীয়রা আরোও জানান, প্রায়ই শুবলীসহ আশেপাশের গ্রামে গরু চুরি সংগঠিত হচ্ছে। গরু তাদের শেষ সম্বল। গরু চুরি হলে আমরা নিঃস্ব হয়ে যাব। এ কারণে আমারা গ্রামবাসীরা পালা করে রাতজেগে পাহারা দেই। মঙ্গলবার রাতে চুরি করতে এসে চোর ধরা পড়ে এবং গনপিটুনিতে মারা যায়।


গরুর মালিক রেশমা খাতুন জানান, আমি জানতে পারলাম গরুসহ এলাকাবাসী চোর ধরেছে। খবর শুনে আমি গোয়াল ঘরে গিয়ে দেখতে পাই আমার গোয়ালঘরের তালা ভাঙা, আমার গরু নেই। আমার স্বামী ট্রাকচালক। সে বাড়িতে না থাকায় আমি নিজে মধ্যপাড়া গিয়ে দেখি চুরি যাওয়া গরুটি আমার। তখন আমি গরুটি নিয়ে আসি।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন আরো জানান, গনপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগে গরু চুরির মামলা আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ