শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে ৫৫টি মোবাইল ফোনসহ আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্য আটক

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। একইসাথে চুরি হওয়া ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শেরপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম। মঙ্গলবার ভোরে শহরের থানা মোড়ে সদর থানার টহল পুলিশ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (২৫), লক্ষীপুর জেলার কমল নগর উপজেলার চর সামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল (২৩), চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার মাইক ভাঙ্গা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজুল (৩৫), কুমিল্লা জেলার মোরাদ নগর উপজেলার যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৩২), একই উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস (৩৫), ঢাকার লালবাগ শহীদ নগর এলাকার আবদুলের ছেলে রানা (৩০), একই এলাকার বাবুলের ছেলে ফারুক (২৪), শেরপুর শহরের নৌহাটা এলাকার আব্দুর রহমানের ছেলে আক্রাম (৩৫), গৌরিপুর এলাকার সেলিমের ছেলে বাবু (২১) ও খরমপুর এলাকার বাদশাহ মিয়ার ছেলে শিমুল মিয়া (৩৫)।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, জেলা শহরের রঘুনাথ বাজারস্থ কোরাইশী কমপ্লেক্সের মাহি টেলিকম এর মালিক প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান তালাবদ্ধ করে চলে যান। মঙ্গলবার ভোররাতে প্রথে কোরাইশী কমপ্লেক্সের প্রবেশ গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে চোর চক্র। পরে তারা মাহি টেলিকমের তালা কেটে ৩টি ট্রাভেল ব্যাগের মধ্যে ৫৫ টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড নতুন মোবাইল ফোন সেট নিয়ে চলে যায়। এসময় সোর্সের মাধ্যমে খবর পেয়ে শহরের রঘুনাথ বাজার থানার মোড় এলাকায় টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের সাথে থাকা ২টি রড কাটারসহ তিন ব্যাগ ভর্তি অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়।

মাহি টেলিকমের স্বত্বাধিকারী কামারুজ্জামান মিন্টু তালুকদার বলেন, উদ্ধার হওয়া ৫৫টি মোবাইলের বাজার মূল্য ১১ লাখ টাকা।

জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর আটক ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *