বৃহস্পতিবার, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে কৃষকদলের বিশাল র‌্যালি: শহিদদের প্রতি শ্রদ্ধা ও জাতীয়তাবাদী চেতনায় অঙ্গীকার

মো: আলমগীর হো‌সেন, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা সদর শহরে এক বিশাল ও শান্তিপূর্ণ র‌্যালিতে অংশগ্রহণ করেছে শ্রীমঙ্গল উপজেলা কৃষকদল।

৫ আগস্টের গণতান্ত্রিক আন্দোলনের শহিদ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বীর যোদ্ধাদের স্মরণে এই র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটির নেতৃত্ব দেন মে‌ৗলভীবাজার জেলার জাতীয়তাবা‌দি কৃষক দ‌লের আহবায়ক মো: শা‌মিম আহ‌মেদ, শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলী ও সদস্য সচিব তাজু মিয়া।

শ্রীমঙ্গলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী র‌্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিটি মৌলভীবাজার জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে ৫ আগস্ট এবং জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা বলেন, ৫ আগস্ট গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক গৌরবময় দিন। আর ‘জুলাই গণঅভ্যুত্থান’ ছিল জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় মাইলফলক।

কৃষকদলের নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী কৃষক আন্দোলনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে তারা বদ্ধপরিকর।

আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলী ও সদস্য সচিব তাজু মিয়া বলেন, কৃষকদল কেবল কৃষকের অধিকার আদায়ের সংগঠন নয়, বরং এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়েও সচেতন ভূমিকা রেখে চলেছে। এবং ভবিষ্যতেও রাখবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ