
শ্রীমঙ্গল প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসবে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাউথ লন্ডন ফাউন্ডেশন এর পূজার উপহার বিতরণ করে পাশে দাঁড়িয়েছে।
সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের শ্রীশ্রী বাণেশ্বরনাথ মহাদেব মন্দির প্রাঙ্গণে পূজা উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশন এর শ্রীমঙ্গল শাখার কো-অর্ডিনেটর মোঃ আলফাজ উদ্দিন, শ্রীশ্রী বাণেশ্বরনাথ মহাদেব মন্দিরের সদ্য নির্বাচিত সভাপতি সত্যকাম চক্রবর্তী, সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ প্রমুখ।
দুর্গাপূজা উদযাপন করতে সনাতন সমাজের গরিব, অসহায় প্রায় ১শ পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল শাখার সমন্বয়ক মোঃ আলফাজ উদ্দিন বলেন, সাউথ লন্ডন ফাউন্ডেশন এর সভাপতি মুহিন আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজন মিয়া। তারা দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। উনারা দু’জনই শ্রীমঙ্গলের মানুষ। বিদেশে থাকলেও শ্রীমঙ্গলের প্রতি মানুষের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। তারা সংগঠনের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও সনাতনী সমাজের মধ্যে মানবিক সহয়তার কার্যক্রম পরিচালনা করছেন। প্রতি বছর সাধারণ মানুষের মাঝে উপহার বিতরণ কার্যক্রম করে থাকেন।
সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি মুহিন আহমেদ চৌধুরী বলেন, আমরা সাউথ লন্ডন ফাউন্ডেশন প্রতি বছর ঈদ ও পুজায় সাধারণ মানুষের পাশে ছিলাম। প্রতি বছরের মতো এবারও আমরা সনাতনী ভাই-বোনদের সাথে পূজার আনন্দে পাশে থাকছি। উপজেলার বিভিন্ন এলাকায় গরিব, অসহায় মানুষের মাঝে পুজার আনন্দে উপহার দিয়ে তাদের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস করেছি। সামাজিক সংঠন সাউথ লন্ডন ফাউন্ডেশন এর মাধ্যমে আগামীতেও আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী ভাই-বোনদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি।











