
শ্রীমঙ্গল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, মন্দির ঘর-বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জায়গা-জমি দখলসহ সকল অত্যাচারের প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চে উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সকল সনাতনী সংগঠন ও সনাতনী ঐক্য মোর্চার জনগণ অংশ নেন।
সমাবেশে বক্তারা তাদের সারাদেশে এসব নৃশংস হত্যা, লুট, ভাঙচুর, নির্যাতনের প্রতিবাদ করেন ও এসব অন্যায়ের সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।
এসময় সেনাবাহিনীর শ্রীমঙ্গলে দায়িত্বপ্রাপ্ত মেজর মেসবাহ বলেন, শ্রীমঙ্গলের পরিস্থিতি বাংলাদেশের অন্যান্য জায়গার থেকে অনেক ভালো। এই কৃতিত্ব আপনাদের। আপনাদের শান্তিপূর্ণ সহাবস্থান আছে। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান যে যে মতের রয়েছেন আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশী। আপনারা যেভাবে সহাবস্থান বজায় রাখছেন, আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমরা যতোদিন শ্রীমঙ্গল-কমলগঞ্জে মোতায়েন থাকবো, কেউ আপমাদের উপর একটি আচঁড়ও দিতে পারবে না। আপনাদের কোনো ক্ষতি হবে না আমি কথা দিচ্ছি। এই দেশটা আমাদের, আমাদের ঐক্যব্ধভাবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে করছেন, এটা বজায় রাখবেন।












