
মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপ উপজেলার এম এ মোবারক মিয়া পরিবারের পৃষ্ঠপোষকতায় ও মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের মাঠে এ খেলা সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সাইফুল ইসলাম। খেলা উদ্বোধন করেন মঞ্জুর আহমদ স্মৃতি ফুটবল টুনামেন্ট পৃষ্ঠপোষক ফেরদৌস আহমেদ কৌশিক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
অ্যাডভোকেট মাস্টার মাকসুদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও সন্দ্বীপ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জিএস আবুল বশার।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা। খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করে। দল গুলো হল কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আবু সায়েদ, শহিদ ওয়াসিম, শহিদ সৈকত, শহিদ ফারহান ফায়েজ, শহিদ মীর মুগ্ধ, শহিদ ইয়ামিন।
৬ সেপ্টেম্বর থেকে পৃর্ব সন্দ্বীপ হাই স্কুল থেকে উক্ত খেলা শুরু হয়। ফাইনাল খেলায় শহীদ আবু সাইদ একাদশ ১-০ গোলে শহীদ ওয়াসিম আকরামকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সব দলের সবাইকে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়। এতে চ্যাম্পিয়ান ২০ হাজার ও রানার্স আপ দলকে ১০ হাজার টাকার প্রাইজ মানি দেয়া হয়েছে।