মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সরাইলে জেলা বিএনপির সম্মেলন প্রতিহত ও সরাইল বিএনপির কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিল

oplus_2
মো. খোকন মিয়া, সরাইল: আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এরি প্রতিবাদে  ঝাড়ু  মিছিলের পর এবার মশাল মিছিল করেছে সরাইল বিএনপির  একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাতে সম্মেলনের প্রতিবাদে আয়োজিত  মশাল মিছিলটি সরাইল উপজেলার হাসপাতাল মোড়  এলাকা থেকে বের হয়ে কাচারি হয়ে, শহিদ মিনার হয়ে,সরাইল বালিকা বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার বলেন, “যতক্ষণ এই অবৈধ কমিটি ও জেলা বিএনপির সম্মেলন বাতিল করা না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে”। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিএনপির সহ-সভাপতি মোঃ হোসেন মিয়া, সাবেক-বিএনপির সহ-সভাপতি জহির উদ্দিন আহমেদ, সাবেক যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ জিল্লো, সরাইল  উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলাল মিয়া, সরাইল সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ খোকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
নেতারা আরো বলেন, বিতর্কিত কমিটি দিয়ে ও পূর্ণাঙ্গ ভোটার লিস্ট না করে বিএনপির মূল ধারার নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন করতে চাচ্ছে। যা কখনও মেনে নেয়া হবে না।
সরাইল উপজেলার বিতর্কিত কমিটি বাতিল ও প্রহসনের এই সম্মেলন স্থগিত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন।মশাল মিছিলে বিপুল সংখ্যাক  উপজেলা বিএনপির  নেতাকর্মী ছাড়াও উপজেলা যুবদল ছাত্রদল, কৃষক দল দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলন সকলের প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনঢ় বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ