মো. আখতার হোসেন হিরন, সলঙ্গা: সিরাজগঞ্জের সলঙ্গা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কে এম রবিউল ইসলাম।
বদলিজনিত কারণে আগের দায়িত্বপ্রাপ্ত (ওসি) এনামুল হক অন্যত্র বদলি হলে গত ২৮ আগস্ট এ থানায় যোগদান করেন তিনি। এর আগে তিনি যমুনা সেতু পশ্চিম থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
এ থানায় যোগদান করে মঙ্গলবার বিকেলে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে তার অফিস কক্ষে পরিচয় ও মতবিনিময় হয়।
এ সময় তিনি বলেন, ওসি হিসেবে আমার প্রথম কাজ হবে সলঙ্গা থানাকে তদবির ও দালাল মুক্ত করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক, চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। নবাগত ওসি রবিউল ইসলাম ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
কর্মজীবনে তিনি কুষ্টিয়া সদর, কুমারখালী, ভেড়ামারা, মাগুড়া ওসি(ডিবি), ডিএমপি (ডিবি), ডিএমপি হেড কোয়ার্টার, ঢাকা ধানমন্ডি, উত্তরা, তুরাগ, ওসি (ডিবি) মেহেরপুর, সিরাজগঞ্জ ১ নং পুলিশ ফাঁড়ি, ২নং পুলিশ ফাঁড়িতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।