
আব্দুর রহমান: ঐতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রয়াস চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর মনিরুল ইসলাম মিনি ও আব্দুল বারীর নেতৃত্বে একটি ভুয়া ও অগ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রেসক্লাবের বিদ্যমান কমিটি।
প্রেসক্লাব সূত্র জানায়, প্রেসক্লাব দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জেলার শতাধিক পেশাদার ও মূলধারার সাংবাদিক আন্দোলন করে আসছেন। বিএনপি, জামায়াত ও জেলা প্রশাসনের মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তির চেষ্টাকেও সংশ্লিষ্ট দখলদার গোষ্ঠী বারবার উপেক্ষা করেছে।
এমন পরিস্থিতিতে সময়ক্ষেপণ ও নাটকীয় আলোচনার নামে প্রহসনমূলক কমিটি ঘোষণাকে প্রেসক্লাব নেতারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তারা বলেন, এটি প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা এবং সাংবাদিক সমাজ এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রম বরদাশত করবে না।
শনিবার বিকেলে এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম. শাহিন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য–সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার সাতক্ষীরাবাসীসহ সরকারি কর্মকর্তাদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।












