রবিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের গণসংযোগ

আব্দুর রহমান, সাতক্ষীরা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

শনিবার তিনি সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী, দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান, বাসা-বাড়ি এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগের সময় পৌরবাসীরা এলাকার বিভিন্ন সমস্যা- রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, শিক্ষা-স্বাস্থ্য সুবিধা এবং নিরাপত্তা- সম্পর্কে প্রার্থীকে অবহিত করেন। তিনি মনোযোগ সহকারে তাদের মতামত শোনেন এবং বলেন, “পরিবর্তনের জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তরুণদের কর্মসংস্থান, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেন, “সাতক্ষীরা-২ আসনের মানুষের প্রত্যাশা অত্যন্ত বেশি। তারা শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চান। তাদের বিশ্বাস অটুট রাখতে আমি মাঠে নেমেছি। নির্বাচিত হলে এ আসনকে উন্নয়নের অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলব।”

সকাল থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুজ্জামান পল্টু, সদস্য সচিব আজগার আলী, যুবনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ বিভিন্ন স্তরের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা।

পরে বিকালে ভোমরায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ